বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রিন্স মাহমুদের সুরে ২৩ বছর পর চাঁদরাতে মিজানের গান

Paris
এপ্রিল ১২, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ

সিল্কসিটি বিনোদন ডেস্ক:

প্রিন্স মাহমুদের সুরে মিজান গেয়েছিলেন ‘কাল আপন আজ পর।’ ১৯৯৯ সালের মাঝামাঝি সময়ে গানটা রেকর্ড করা হয়। এই গান যুক্ত করা হয় ‘স্রোত’ অ্যালবামে। প্রিন্স মাহমুদের এই মিক্সড অ্যালবাম মুক্তি পায় মিলেনিয়ামে-অর্থাৎ ২০০০ সালের জানুয়ারিতে।

জেমসের ‘আমায় একটা মানুষ দেখাও যে পাপ করে নাই’ হাসানের ‘এক গল্প বলি’, ‘যে যায় ফিরে আসে না…’ জুয়েলের ‘যদি কখনো অসহায় নিজেকে…’ কিংবা শাফিনের ‘আমার রঙিন কতগুলো দিন…’ গানগুলোর মতোই ‘কাল আপন আজ পর’ তুমুল শ্রোতাপ্রিয়তা পায়।

এরপর মিজানের কণ্ঠে ২০০০ সালের ফেব্রুয়ারিতে ‘মাটির দেহে কাঠের হৃদয়’ নামের আরেকটি গান রেকর্ড করেন প্রিন্স মাহমুদ। যেটা ‘চিঠি’ অ্যালবামে যুক্ত করা হয়েছিল। এরপর মিজান ওয়ারফেজে যোগ দেন। পরে আর কখনোই মিজানের সঙ্গে প্রিন্স মাহমুদের গান করা হয়নি। দীর্ঘ ২৩ বছর পর ফের মিজান গাইলেন প্রিন্স মাহমুদের সুরে। ‘এমন হয়নি আগে।’

এত লম্বা সময় পর কেন? এ প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল প্রিন্স মাহমুদের কাছে। বললেন, নির্দিষ্ট কোনো কারণে যে মিজানের জন্য গান করা হয়নি তা নয়, মিজান চলে গেল ওয়ারফেজে। তারপর হয়নি। এর বহু বছর পর অনুভব করলাম, মিজানের জন্য একটি গান করব। করলাম ‘এমন হয়নি আগে।’

সে নব্বই দশক ও শূন্য দশকের গোড়ার ফ্লেভারটাই ফিরিয়ে আনার জন্যই এমন একটি গান করেছেন প্রিন্স মাহমুদ। কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে অকপটে সে কথা জানালেন। বললেন, ‘এটা হার্ডরক জনরার একটা গান, কিন্তু গানে সেই নব্বইয়ের দশকের সময়টাকে ধরে আনার চেষ্টা, সেই সুরটাকে ধরে আনার চেষ্টা করেছি। কারণ অনেকেই চায়, অনেকেই সেই পুরনো দিনের গানের মতো গান শুনতে চায়। এই সাউন্ডটা সেই সময়টাকে প্রেজেন্ট করবে আশা করছি।’

গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। ‘অবাক তুমি, অবাক করলে আমায়, জানা জগত অজানা লাগে, ভেবে আমি এই আঁধার নীলেই উড়ছি লাগে, উড়ছি লাগে, পুরছি লাগে …’ গানের কথাগুলো এমন।

গানের একটি ভিডিও বানানো হয়েছে। এটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। ভিডিও সম্পর্কেও প্রিন্স মাহমুদের একটা পর্যবেক্ষণ রয়েছে। গণমাধ্যমকে বললেন, ‘এমন যত্ন নিয়ে পলক ভিডিওটি বানিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। মনে হয়েছে সেই সময় গানের সঙ্গে চিত্রিত হয়ে যাচ্ছে।’

প্রিন্স মাহমুদ এই গানটি উৎসর্গ করছেন ইমরান আহমেদ চৌধুরী মবিনকে। প্রিন্স মাহমুদের সুরে মিজানের এই গান শুনতে চাঁদরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। গান প্রকাশ হবে জি সিরিজের ইউটিউব চ্যানেলে। সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন