প্রাতিষ্ঠানিক মেইল পেল রুয়েট শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
শিক্ষা ও গবেষণার মানে উৎকর্ষ বাড়াতে শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক মেইল চালু করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম সেখ প্রাতিষ্ঠানিক মেইল চালুর কার্যক্রমের উদ্বোধন করেন।
রুয়েট সংশ্লিষ্টরা জানান, প্রাতিষ্ঠানিক মেইল চালু করার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান এগিয়ে নেওয়ার সম্ভবপর হবে। পাশাপাশি দেশ-বিদেশে শিক্ষার্থীদের অনলাইন ম্যাটেরিয়াল আদান-প্রদানের ক্ষেত্রেও সহায়ক হবে। শিক্ষার্থীরা এই মেইল ব্যবহার সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ruet.ac.bd) থেকে জানতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
স/আর