প্রাক-প্রাথমিক শিক্ষার মেয়াদ ২ বছর হচ্ছে

সরকার প্রাক-প্রাথমিক শিক্ষার মেয়াদ ২ বছর করতে যাচ্ছে। এতদিন পর্যন্ত এ শ্রেণিতে শিশুরা এক বছর মেয়াদী শিক্ষাগ্রহণ করত। এ ছাড়া এ শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর করা হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন জানান, বৃহস্পতিবার তাদের এ প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। আগামী জানুয়ারি থেকে তারা এর বাস্তবায়নে যাবেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সরকারের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্য হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর ফলে ২০৩০ সালের মধ্যে দেশের সব শিশু মানস্মত প্রাক-প্রাথমিক শিক্ষার স্তরে ঢুকতে পারবে এবং তারা পরবর্তী প্রাথমিক শিক্ষার প্রস্তুতি নিতে পারবে।

তবে প্রাথমিকভাবে কিছু স্কুলের দুই বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হবে। এর ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তারা ধারণা করছেন, চার বছরের মধ্যে দেশের সব স্কুলে দুই বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা যাবে। ২০১০ সালে দেশে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হয়।