প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন রাবির ৯ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয়জন কৃতি শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সরাসরি প্রচারিত স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান দেখেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান প্রমুখ।

স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আইন অনুষদভুক্ত আইন বিভাগের নাজমুল হাসান, কলা অনুষদভুক্ত আরবি বিভাগের ইসাছিন মো. আবুল ফুতুহ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের রাশেদ আহমেদ, বিজ্ঞান অনুষদভুক্ত প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের তাসনিম জাহান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের আজমেরী সুলতানা শিমু, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শাহা আলী, প্রকৌশল অনুষদভুক্ত ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মৌমিতা তাসনীম মীম, কৃষি অনুষদভুক্ত ফিশারিজ বিভাগের আমিরুন নিসা এবং চিকিৎসা অনুষদ থেকে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী মারভী।

প্রসঙ্গত, ওই অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মোট ১৫৯ জন কৃতি শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক ২০১৭ প্রদান করা হয়।

স/বি