প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সার্বিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। ২০২১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। ইতোমধ্যেই আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি হয়েছে। উন্নত দেশের স্বীকৃতি লাভ করেছে। এখন প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়া।
শনিবার বেলা ১১টায় নওগাঁয় সরকারী কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মো. মিজানৃুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, জেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীসহ ১১টি  উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, সরকার প্রজাতন্ত্রের সরকারী কর্মকর্তা কর্মচারীদের জন্য যথেষ্ঠ সুযোগ সুবিধা প্রদান করেছে। দুর্নীতির উর্ধ্বে থেকে সুশাসন প্রতিষ্ঠা করে জনসেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জল করতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। দেশ স্বাধীন না হলে আমরা মন্ত্রী হতে পারতাম না। আপনারা ডিসি এসপি হতে পারতেন না। কাজেই দেশকে ভালোবেসে বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ হিসেবে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের সকলের।
খাদ্যমন্ত্রী পরে জেলার মান্দা উপজেলা খাদ্য অফিস এবং স্থানীয় গুদাম পরিদর্শন করেন। এ সময় জেলা খাদ্য কর্মকর্তা মো. কামাল হোসেনসহ মান্দা উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শা