প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডা. অর্ণা জামানের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ওমরা হজ্ব পালনকালীন সময়েও এই বৃক্ষরোপন করিয়েছেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে নগরীর বুধপাড়া, নওদাপাড়া, গুড়িপাড়া, সাধুরমোড় ও উপশহর স্যাটেলাইট স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

ডা.অর্ণা জামান বলেন, প্রধামন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক এলাকা, স্কুল, কলেজ, মাদরাসায় বৃক্ষরোপণ সবসময়ের জন্য করেছি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবসময় কাজ করে যাবো। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই দিবসটির একমাত্র লক্ষ্য। পরিবেশ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বের ১৯৩টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে।

তিনি আরও বলেন, পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ এই দিবসটি পালন করে থাকে।

ডা. অর্ণা জামান ওমরা হজ্ব পালন করেছেন। বর্তমানে তিনি মদিনায় অবস্থান করছেন। আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

এএইচ/এস