রবিবার , ১৮ ডিসেম্বর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন বিষয়ে প্রতিবেদন দেননি ২০ ডিসি

Paris
ডিসেম্বর ১৮, ২০১৬ ৮:৩৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন জমা দেননি ২০ জেলা প্রশাসক (ডিসি)। এছাড়া ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ক প্রতিবেদনও জমা দেননি ২৯ ডিসি। এ নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ  মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রীর নির্দেশিত কাজের বাস্তবায়ন সংক্রান্ত  এবং একইসঙ্গে ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ থেকে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ জুলাই থেকে ২৯ জুলাই অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী দিনে ১৯ দফা নির্দেশনা দেন জেলা প্রশাসকদের। এছাড়া মাঠ পর্যায়ে সরকারের পলিসি বা কর্মকৌশল বাস্তায়নে বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়।

গত ২৭ নভেম্বর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে বিভাগীয় কমিশনাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের আটটি বিভাগ থেকে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়। সভায় জানানো হয়, জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা বাস্তবয়ন প্রতিবেদন ও জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন প্রতিবেদন দেননি  জেলা প্রশাসকরা।

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন এবং জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত অগ্রগতি প্রতিবেদন দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন মন্ত্রিপরিষদ সচিব। জেলা প্রশাসকরা যেন নিয়মিত প্রতিবেদন দেন, সে বিষয়ে বিভাগীয় কমিশনারদের তাগাদা দেওয়া হয় সভায়। সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের ডিসেম্বরেই মন্ত্রিপরিষদে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন।

জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন গত ২৬ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সেবা নিতে সাধারণ মানুষ যেন হয়রানি বা বঞ্চনার শিকার না হন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, প্রতিবন্ধী, অটিস্টিক ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা, নারী উন্নয়ন নীতি দৃঢ়ভাবে অনুসরণ ও বাস্তবায়ন করা এবং  শিক্ষার সকল স্তরে নারীশিক্ষার হার বাড়াতে কর্যকর পদক্ষেপ নেওয়াসহ ১৯টি নির্দেশনা দেন।

এ বিষয়ে জানতে চাইলে রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে  ঢাকার বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভাগীয় সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসকদের নিয়মিত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা সে মোতাবেক কাজ করছেন।’

খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ বলেন,  ‘প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাকে বিশেষ গুরুত্ব দিয়ে জেলা প্রশাসকদের প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া অন্যসব সিদ্ধান্তের বাস্তবায়ন প্রতিবেদনও দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।’

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনও জানিয়েছেন জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব  জেলা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক প্রতিবেদন মন্ত্রিপরিষদেপাঠায়নি,সেগুলো হলো-  গাজীপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী, নাটোর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভোলা, বরিশাল ও বরগুনা।

ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ক প্রতিবেদন পাঠায়নি যেসব জেলা-ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, বরগুনা, বরিশাল, ভোলা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও নিলফামারী।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়