প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির দায়ে নাটোরে সাবেক এমপির ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় অভিযোগে জাতীয় পার্টির সাবেক এমপির ছেলে শফিকুল ইসলাম ওরফে রমিনকে (৪০)আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সিংড়া পৌরসভার চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক শফিকুল ইসলাম ওরফে রমিন জাতীয়র পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াকুব আলীর ছেলে।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল সিল্কসিটি নিউজকে জানান, গত ২৬ সেপ্টেম্বর শফিকুল ইসলাম রমিন তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করে। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে মঙ্গলবার বিকেলে শহরের চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এঘটনায় সিংড়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তবে থানা হাজতে শফিকুল ইসলাম রমিন দাবি করেন প্রধানমন্ত্রীর ছবি পোস্টের বিষয়ে কিছুই জানেন না তিনি।

স/মি