প্রথম হার মেনে ছিলাম

মোঃমুকতার আলী

সেদিন আকাশটা ছিল গাঢ় নীল
শীতের শেষে কোন সন্ধে বেলা,
মাথার উপরে উড়ছিল গাংচিল
তার উপরে সাদা মেঘের ভেলা।
তুমি পরেছিলে নীল শাড়ি
রেশমি লাল কাঁচের চুড়ি
কানে ঝুমকো নাকে নাক ফুল,
বেলীফুলের মালা গলে
সাথে বেনি করা কালো চুল।
চপল পরা রাঙা দুটি পা
কুয়াশায় ভেজা কলমি তরু গা,
হরিনি সম পটল চেরা আঁখি
ব্লাউজটা ধুসর যেন খাঁকি।
লালগোলাপ ফুটেছিল ঠোঁটে
প্রজাপতির সব রং নিয়েছিলে লুটে।
নরম কন্ঠে গেয়েছিলে গান
ভরেছিল মোর ব্যাথাতুর প্রাণ।
হাতে হাত ছিলনা কভু দুজনার,
ছিলনা পরিচয় তোমার সাথে
কি অদ্ভুত ব্যাপার বলো হলো
প্রথম দেখা অন্ধকার এক রাতে।
সেই দেখাই শেষ দেখা হয়তো,
দেখা হবেনা কোন দিন আর,
আমি সেদিনই,সেই রাতে
প্রথম মেনেছিলাম হার।