প্রথম বারের মতো পালিত হলো জাগরণী দিবস

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন উদযাপন করেছে ‘জাগরণী দিবস ২০১৯’। সংস্থার নিবেদিতপ্রাণ প্রায় ৫ হাজার কর্মীকে উদ্ধীপ্ত করতে এখন থেকে প্রতিবছর ২৮ আগস্ট পালিত হবে জাগরণী দিবস। দিনটি সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর জন্মদিনও। বুধবার সকাল ৯টায় যশোরে জাগরণী চক্রের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাগরণী চক্র ফাউন্ডেশনের সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগ যশোর শাখার সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ নিমন্ত্রিত অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

জাগরণী চক্র ফাউন্ডেশনের সভাপতি জন এস. বিশ্বাসের সূচনা বক্তব্যের পর প্রদর্শিত হয় তথ্যচিত্র ‘জাগরণের পথে’ ও ‘আজাদুল কবির আরজু-এ ম্যান ফর সোসাইটি’।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো শিল্পী তন্দ্রা অধিকারীর একক রবীন্দ্রসংগীত ও সংস্থার চিলড্রেন হ্যাভেন কর্মসূচি ও কমিউিনিটি স্কুল প্রোগ্রামের শিশুদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান।

প্রধান কার্যালয় ছাড়াও ৩৯টি জেলায় সংস্থার অফিসগুলোতে উদযাপন করা হয়েছে ‘জাগরণী দিবস’।