প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের টার্গেট ২১১

রবিবার ভোরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। টসে জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করেছে কিউইরা।

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও তাণ্ডব চালিয়েছেন ডেভন কনওয়ে। এবার সেঞ্চুরি করতে না পারলেও একেবারে কাছাকাছি চলে গেছেন, খেলেছেন ‍অপরাজিত ৯২ রানের ইনিংস। ৫২ বলে ১১টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মারে এই ইনিংস সাজান তিনি।

ঝড়ো ইনিংস খেলেছেন উইল ইয়ংও। ৩০ বলে ৪ ছক্কা ও ২ চারে ৫৩ রান করেছেন তিনি। এছাড়া মার্টিন গাপটিল ২৭ বলে ৩৫ ও গ্লেন ফিলিপস ১০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ২টি ও মাহাদি হাসান ১টি উইকেট লাভ করেছেন।

বাংলাদেশের আজকের একাদশ:

লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মাহাদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

 

সুত্রঃ কালের কণ্ঠ