প্রত্যয়ী নেদারল্যান্ডস, আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া

সিল্কসিটি নিউজ ডেস্ক:

নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ হারলেও সর্বশেষ দুই ম্যাচ জিতে বিশ্বকাপ লড়াইয়ে ফিরেছে অজিরা। অন্যদিকে জয়ের ধারায় ফিরতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আরও একটি চমক দেখাতে চায় নেদারল্যান্ডস। দিল্লিতে দুরন্ত লড়াই দেখার অপেক্ষা এখন।

১৬ বছর পর ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। সর্বশেষ ২০০৭ সালে বিশ্বকাপের মঞ্চে দেখা হয়েছিল অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের। এখন পর্যন্ত ওয়ানডেতে দুবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। দুবারই বিশ্বকাপের মঞ্চে এবং দুবারই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২০০৩ সালে বিশ্বকাপের ম্যাচে ৭৫ রানে এবং ২০০৭ সালের আসরে ২২৯ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়াকে পেছনে ফেলতে চাইবে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এখন ইউরোপের এ দেশটি বেশ প্রত্যয়ী।

দুই জয়ে অস্ট্রেলিয়া আত্মবিশ্বাসী বলে জানান দলের ওপেনার ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক ওয়ার্নার বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারের পর টানা দুই জয়ে অবশ্যই দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমি মনে করি, আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি এবং সামনের ম্যাচগুলোতে যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেই হ্যাটট্রিক জয়ের স্বাদ পাবে অস্ট্রেলিয়া। শুধু এবারের আসরের টানা তিন জয়ই নয়, বিশ^কাপের মঞ্চেও নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের সুযোগ অজিদের। ওয়ার্নার বলেন, ‘জয়ের ধারা অব্যাহত রাখতে নেদারল্যান্ডসের বিপক্ষেও আমরা জিততে চাই। তা হলে টানা তিন ম্যাচ জয়ের স্বাদ পাব আমরা। জয়ের লক্ষ্যে দলের সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’

শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে বিশ্বকাপে অঘটনের জন্ম দেয় ডাচরা। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও আপসেট ঘটাতে চায় নেদারল্যান্ডস। দলের ওপেনার বিক্রমজিত বলেন, ‘অস্ট্রেলিয়া পাঁচবারের বিশ^কাপ চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ হারলেও ভেঙে পড়েনি অজিরা। শেষ দুই ম্যাচ জিতে নিজের সামর্থ্য ও শক্তি ঠিকই প্রদর্শন করেছে দলটি। তবে আমরাও অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং জয়ের জন্যই মাঠে নামব।’