রবিবার , ৭ আগস্ট ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রতিবন্ধী বিষয়ক কর্মশালায় যোগ দিতে সাভারে সায়মা ওয়াজেদ

Paris
আগস্ট ৭, ২০১৬ ১:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা সম্মেলনের মূল্যায়ন নিয়ে আয়োজিত কর্মশালায় যোগ দিতে অটিজম-বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এখন সাভারে।

সাভারের গেন্ডায় সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডিতে আজ রবিবার (৭ আগস্ট) সকালে পৌঁছুলে তাঁকে স্বাগত জানান সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান ও স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

সায়মা ওয়াজেদ হোসেন পুতুল সিডিডির কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। প্রতিবন্ধীদের কল্যাণ ও তাঁদের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন তিনি।

পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও সিডিডি আয়োজিত প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা সম্মেলনের মূল্যায়ন শীর্ষক কর্মশালায় যোগ দেন তিনি।

২০১৫ সালের ১২-১৪ ডিসেম্বর আয়োজিত প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা সম্মেলনে ১৮টি দেশ, সরকার, ইউএনআইএসডিআর, প্রতিবন্ধী ব্যক্তি ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে কর্মরত আঞ্চলিক ও আন্তর্জাতিক বেসরকারি সংগঠন, পেশাজীবী ও শিক্ষাবিদ, প্রতিবন্ধী ব্যক্তিদের দল ও সংগঠন, দ্বিপাক্ষিক ও বহু-পাক্ষিক উন্নয়ন সংস্থা এবং অন্যান্য উন্নয়ন খাতের প্রতিনিধিত্বকারী সংগঠনের সাড়ে চার শ প্রতিনিধি এতে অংশ নেয়।

সেখানে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হয়। তার অগ্রগতি ও বাস্তবায়নের বাধাসমূহ চিহ্নিত করতেই এই কর্মশালা। এতে বলা হয়, গত দশকে দুর্যোগের সংখ্যা প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুই ভাবেই বেড়েছে।

বিশ্বব্যাপী সম্পদ, জীবিকা ও প্রাণহানি বৃদ্ধি পেয়েছে। দুর্যোগের কারণে সমাজে অন্যান্যদের তুলনায় প্রতিবন্ধী মানুষদের মৃত্যুর হার ২ থেকে ৪ গুণ বেশি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়