প্রচণ্ড গরমে নাজেহাল রাজশাহীর জনজীবন

নিজস্ব প্রতিবেদক:

টানা দুদিনের অব্যাহত রোদ আর গরমে নাজেহাল হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন। সকাল ১১টার বাজার আগেই রোদে মাঠ-ঘাট তেতে উঠছে। আর দুপুর ১২টা মধ্যে পিচঢালা রাস্তা দিয়ে যেন আগুনের হলকা ছুটছে। চোখ-মুখে রোদের তাপ এসে যেন পুড়ে যাওয়ার অবস্থা। তীব্র গরমে রোজাদাররাও পড়ছেন বিপাকে। বিশেষ  করে খেটে খাওয়া মানুষগুলো এই রোদ আর গরমে রোজা রাখতে গিয়ে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়ছেন।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্র মতে, গত রবিবার রাজশাহীতে সর্বেোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার দুপুর ১২টায় সর্বোচ্চ ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দুপুর তিনটায় সেটি ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলেও শঙ্কা করা হচ্ছে।

রাজশাহীর রিকশা চালক আদিব হোসেন বলেন, খুব কষ্টে এই গরম আর রোদের মধ্যে রিকশা চালাতে হচ্ছে। রিকশায় বসে থাকায় দায় হয়ে পড়েছে। তার পরেও পেটের দায়ে কষ্ট সহ্য করেই রাস্তায় নামতে হচ্ছে।’

ফুটপাতের চা দোকানদার সেলিম হোসেন বলেন, ‘অনেক গরম। এর মধ্যে রোজা। রোজা করতে গিয়ে এই গরম আর রোদে খুব কষ্ট হচ্ছে। তার পরেও একটা মাস পার করতেই হবে।’

ডাব ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘গরম ও আর তীব্র রোদের কারণে ডাবের চাহিদা বেড়েছে কয়েক গুন। কিন্তু ডাব পাইকারী তেমন পাওয়া যাচ্ছে না। ফলে দামও বেড়েছে। এখন কোনো ডাবই ৬০ টাকার নিচে বিক্রি হচ্ছে না। কোনো কোনো ডাব ১০০ টাকা পর্যন্ত বিক্রি করতে হচ্চে।’

স/আর