মঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রকাশ্যে এলো মস্কোভা ডুবে যাওয়ার আগ মুহূর্তের ছবি

Paris
এপ্রিল ১৯, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা গত বুধবার ডুবে যায়। সোমবার জাহাজটি ডুবে যাওয়ার আগ মুহূর্তের ছবি সামনে এসেছে।

প্রকাশ্যে আসা ছবিতে জাহাজটিতে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের আঘাতপ্রাপ্ত জাহাজের সামনের একটি অংশ ধোঁয়ার কারণে ঝাঁপসা দেখা যায়।

বিশ্লেষকরা নিশ্চিত করেছেন এটি রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা হতে পারে। তার আরও বলছেন, মস্কোভা ডুবি গত ৪০ বছরের ইতিহাসে রাশিয়ার নৌবাহিনীর সবচেয়ে বড় ক্ষতি।

জাহাজটি সম্পর্কে রাশিয়া ও ইউক্রেন পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে থাকা মস্কোভা যুদ্ধজাহাজ আগুন লাগার পর ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে।  তবে ইউক্রেনের দাবি, জাহাজ–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল মস্কোভায়।

রাশিয়ার রাজধানীর মস্কোর সঙ্গে মিল রেখে যুদ্ধজাহাজটির নাম দেওয়া হয়েছিল ‘মস্কোভা’। কৃষ্ণসাগরে রুশ নৌবহরের গর্ব হিসেবে বিবেচনা করা হতো যুদ্ধজাহাজটিকে। সোভিয়েত আমলে নির্মিত এই যুদ্ধজাহাজ জর্জিয়া ও সিরিয়া যুদ্ধের পর ইউক্রেন যুদ্ধেও ভূমিকা রাখছিল। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের সময়ও জাহাজটির তত্পরতা দেখা গেছে। শান্তিপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বৈজ্ঞানিক গবেষণায়ও সহায়তা করেছে এই যুদ্ধজাহাজ।

যুদ্ধজাহাজডুবির পর  শুক্রবার থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক