পৌরকর আদায়ে ওয়ার্ড পর্যায়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন রাসিকের

নিজস্ব প্রতিবেদক:
বকেয়া পৌরকর আদায়ে ওয়ার্ড পর্যায়ে অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।  আগামী ২৫ হতে ২৭ নভেম্বর নগরীর ৪, ৭, ১৪, ১৫, ২৪ ও ২৭নং ওয়ার্ডে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনার মধ্য দিয়ে শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানান রাসিক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশন এর অধিক্ষেত্রে যে সব হোল্ডিং মালিকগণ এখনও পৌরকর পরিশোধ করেননি তাদের সাথে যোগাযোগ করে বকেয়া পৌরকর আদায় এবং সকল নাগরিকগণকে পৌরকর পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে কর্র্তৃপক্ষ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ হতে ২৭ শে নভেম্বর ২০১৮ (রবিবার, সোমবার, মঙ্গলবার) ওয়ার্ড নং-৪; ওয়ার্ড নং-৭; ওয়ার্ড নং-১৪; ওয়ার্ড নং-১৫; ওয়ার্ড নং-২৪; ওয়ার্ড নং-২৭ এ অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপন করা হবে। নাগরিকগণ সকাল সাড়ে ৯টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্তপৌরকর পরিশোধ করতে পারবেন।

সেই সাথে, সংশ্লিষ্ট ওয়ার্ডের হোল্ডিং মালিকগণকে ওয়ার্ড কার্যালয়ে বকেয়া পৌরকর পরিশোধ করতে অনুরোধ জানানো হয়েছে।

স/অ