পোর্ট এলিজাবেথে খেলছেন তাইজুল!

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

মঙ্গলবার একই ফ্লাইটে ঢাকায় ফিরে যাচ্ছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। দু’জনেই টেস্ট একাদশের দাবিদার। ফিট থাকলে তাসকিনের সঙ্গে ডারবান টেস্টে খেলতেন শরীফুলও। তাতে ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশের বোলিং আক্রমণে পরিবর্তন আসছে।

সেই পরিবর্তনের চিন্তায় সবচেয়ে এগিয়ে আছেন তাইজুল ইসলাম।

তাসকিন ডারবানে খেলেছেন। তাঁর কিংবা শরীফুলের ব্যাক আপ হিসেবে আরো দু’জন- আবু জায়েদ রাহি এবং শহিদুল ইসলাম দলের সঙ্গেই আছেন। কিন্তু ডারবানে উইকেটের হালচাল দেখে তাসকিন-শরীফুলের অনুপস্থিতিতে আবু জায়েদ কিংবা তরুণ শহিদুলকে খেলানোর সম্ভাবনা আছে বলে মনে হয়নি। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ চতুর্থ দিনের খেলাশেষে সেরকম ইঙ্গিতই দিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকানদের যে চিন্তাভাবনা দেখছি, তাতে মনে হয় না পোর্ট এলিজাবেথের উইকেটও ডারবানের চেয়ে ভিন্ন কিছু হবে। তাই তাসকিন আর শরীফুলের অনুপস্থিতিতে কাকে খেলানো যায়, সেটা নিয়ে আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। ’

নতুন চিন্তায় ডারবানে খেলা তাসকিনের পরিবর্তে অন্য কোন পেসারকে সম্ভবত ভাবছে না টিম ম্যানেজমেন্ট। ‘চার বোলার নিয়ে খেলায় ঝুঁকি আছে। ব্যাটিং অর্ডার লম্বা করতে গিয়ে আমাদের সেই ঝুঁকিটা নিতে হচ্ছে। আবার এটাও মাথায় রাখতে হচ্ছে এই চারজনের একজন ব্যর্থ যদি হয়। ডারবানে সেরকম কিছু হয়নি। দেখলেন না, কত বড় ঝুঁকি নিয়ে তাসকিনকে দিয়ে বোলিং করানোর ঝুঁকি নিতে হয়েছে। ’

তারমানে পোর্ট এলিজাবেথ টেস্টে লম্বা সময় বোলিং করার সম্ভাবনা মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তিন পেসার এক স্পিনার ফর্মুলায় গিয়ে ডারবানে মেহেদী হাসান মিরাজের ওপর প্রচন্ড ‘ওয়ার্কলোড’ গেছে। বোলিং র‌্যাংকে বাঁহাতি স্পিনার তাইজুল থাকলে এই ‘কর্মঘন্টা’র কিছুটা কাঁধে নিতে পারতেন। এই যুক্তিতে পোর্ট এলিজাবেথ টেস্টে দু’জন করে পেসার আর স্পিনার খেলানোর ভাবনা আছে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় টেস্টের উইকেট যদি ডারবানের মত হয়, তবে নিশ্চিতভাবেই এবাদত হোসেনের সঙ্গে খালেদ আহমেদ, মিরাজ ও তাইজুল এবং সাত ব্যাটারকে নিয়ে নামবে বাংলাদেশ দল। সুস্থ হয়ে ওঠায় তামিমের ফেরাও নিশ্চিত, ডাগ আউটে থাকবেন সাদমান ইসলাম।

 

সূত্রঃ কালের কণ্ঠ