পেসাররাও মজা নিতে পারে, শোয়েবকে নিয়ে গাভাস্কার

বিশ্বজুড়ে করোনার তাণ্ডব। প্রাণঘাতী ভাইরাসে ভারত-পাকিস্তানেও ক্ষতির পরিমাণ ক্রমে বাড়ছে। এ পরিস্থিতিতে দুই দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন পাক কিংবদন্তি শোয়েব আখতার।

পাল্টা জবাবে তার সঙ্গে ঠাণ্ডা লড়াই লেগে যায় ভারতীয় দুই কিংবদন্তি কপিল দেব ও সুনিল গাভাস্কারের। এবার শোয়েব মজা নিতে পারেন বলে প্রশংসা করলেন গাভাস্কার।

করোনার বিরুদ্ধে ত্রাণের অর্থ জোগাড় করতে ইন্দো-পাক তিন ম্যাচ ওয়ানডে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব।

জবাবে কপিল বলেন, মোটেও তা সম্ভব নয়। প্রাণঘাতী রোগটি মোকাবেলায় ম্যাচ খেলে টাকা জোগাড় করতে হবে এমন দুর্দিন ভারতের আসেনি বলে মন্তব্য করেন তিনি।

সেই রেশ না কাটতেই গাভাস্কার বলেন, দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। বরং এর চেয়ে পাকিস্তানের লাহোরে বরফ পড়ার সম্ভাবনা বেশি।

এর পর গাভাস্কারকে টিপ্পনি দেন শোয়েব। গত বছর লাহোরে তুষারপাতের ছবি টুইটারে পোস্ট করে তিনি লেখেন– সানি ভাই কখনও কখনও অসম্ভবও সম্ভব হতে পারে! দেখুন লাহারে বরফ পড়ছে।

জবাবে শোয়েবের প্রশংসা করলেন গাভাস্কার। বলেন, ক্রিকেট দুনিয়ায় পেসাররা সবসময়ই গরম মাথার হয়। ফাস্ট বোলাররা মজা নিতে পারে না। বরফ পড়ার খোঁচাটা শোয়েব মজা হিসেবে নিয়েছে জেনে ভালো লাগল। বাকিদের থেকে সে একেবারেই ব্যতিক্রমী।

 

সুত্রঃ যুগান্তর