পেশাজিবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশাল

নিজস্ব প্রতিবেদক :
বি.আর.টি.এ রাজশাহী সার্কেলের আয়োজনে পেশাজিবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.আর.টি.এ সদর কার্যালয় ঢাকার পরিচালক (প্রশিক্ষণ) সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা, রাজশাহী মহানগর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার শারমিন আক্তার চুমকী ও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রফিকুল আলম। কর্মশালায় পেশাদার গাড়ী চালকদের ট্রাফিক আইনের উপর বিস্তারিত আলোচনা করেন বি.আর.টি.এ রাজশাহী সার্কেলের পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি.আর.টি.এ রাজশাহীর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ আব্দুল খালেক। এ কর্মশালায় দেড় শতাধিক চালক অংশগ্রহণ করেন। যোগদানকৃত চালকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ আব্দুল খালেক ও অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজুল ইসলাম।