পেনশন ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহীতে রেলকর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

রেলওয়ে পেনশন ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহীতে সর্বস্তরের রেল কর্মচারীরা মানববন্ধন করেছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পশ্চিম রেলওয়ের প্রধান হিসাবরক্ষক অফিসের সামনে রেলওয়ে শ্রমিক লীগের রাজশাহী শাখার সভাপতি জহুরুল ইসলাম’র সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন রেল শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওয়ালী খান, কেন্দ্রীয় অতিরিক্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক এম এ আক্তার, পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, রাজশাহী শাখার সহসভাপতি মোতাহার হোসেন ও রেলওয়ে পোষ্য সোসাইটি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সুজাউদ্দিন ছোটন। ।

সভায় বক্তারা বলেন, রেল কর্মচারী ও কর্মকর্তাদের পেনশন ব্যবস্থাপনা চট্টগ্রামে কেন্দ্রীভূত করা হলে সারাদেশের বয়স্ক পেনশন ভোগীরা চরম দুর্গতিতে পড়বেন। এ ব্যবস্থাপনা থেকে সরে এসে ঢাকায় কেন্দ্রীয়ভাবে পেনশন ব্যবস্থা চালু করা যেতে পারে। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

স/আর