পেট্রোলপাম্প ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:
১২ দফা দাবি বাস্তবায়েনের লক্ষে ধর্মঘট কর্মসূচি পালন করছে বাংলাদেশ পেট্রোলপাম্প ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

আজ রোববার সকাল ৬টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে পেট্রোলপাম্প ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

unnamed 21 copy

এ কর্মসূচিতে বেশি বিপাকে পড়েছে সাধারণ তেল ক্রেতারা। মোটরসাইকেল ও ছোট-বড় পরিবহন গুলো তেল কিনতে এসে পাম্প বন্ধ দেখে ফিরে যাচ্ছেন। হঠাৎ করেই এমন কর্মসূচিতে সাধারণ মনে ক্ষোভ বিরাজ করছে।

এই কর্মসূচি গুলো হচ্ছে, সওজ অধিদফতরের ইজারা মাশুল অস্বাভিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। বাস্তবায়নের নিরিখে তেল বিক্রয় কমিশন ও ট্যাংকলরী ভাড়া বৃদ্ধি করতে হবে।

 

ট্যাংকলরী শ্রমিকদের ৫লাখ টাকা দুর্ঘটনা ভাতা প্রদান করতে হবে। ফেরিঘাটে ট্যাংকলর কে পারাপারের অধিকার দিওয়াসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

স/আ