পেটের ভিতর এত বড় কী এটা! মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন মহিলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কথায় বলে ডাক্তাররা ভগবানের আরেক রূপ। সেই প্রবাদকে সত্য প্রমাণ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট শহরের পশ্চিম দিকে অবস্থিত ডানবারি হাসপাতালের ডাক্তাররা। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে জীবনের আলো দেখালেন এক রোগীকে।

৩৮ বছরের এক মহিলা তিনি ২০১৭-এর নভেম্বর মাস থেকে ওজন বৃদ্ধির সমস্যায় ভুগছিলেন। প্রতি সপ্তাহে ১০ পাউন্ড করে তাঁর ওজন বেড়ে যাচ্ছিল। অনেক ডাক্তার দেখানোর পরেও কিছুতেই তাঁর সমস্যা ধরা পড়ছিল না। অবশেষে এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে জানতে পারা যায় যে, তাঁর জরায়ুতে প্রকাণ্ড একটি টিউমার হয়েছে, যা পরিধিতে প্রায় ৩ ফুট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘হার্টফোর্ট কোরান্ট’- এর একটি প্রতিবেদনে ডানবেরি হাসপাতালের একজন গাইনোকলজিস্ট-অঙ্কোলজিস্টের সাক্ষাৎকার থেকে জানা যায়, ভদ্রমহিলার টিউমারটি অস্বাভাবিক বড়। ডাক্তার ভাগন অ্যান্ডিক্যান জানাচ্ছেন, ‘‘দু’মাস অন্তর এটি আকারে বেড়ে চলেছে। এই মহিলা যখন প্রথম আমার অফিসে আসেন, আমি তাঁর চোখে একরকম সাহস দেখেছিলাম অস্ত্রপচারের জন্য। তিনি হয়ত ভেবেছিলেন বাকি জীবনটা তাঁকে এভাবেই কাটিয়ে দিতে হবে।’’

এরকম নয় যে, ভদ্রমহিলা দেরি করে ডাক্তার দেখাতে এসেছিলেন। আসলে টিউমারটা অতি দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছিল। টিউমারের অতিকায়তার জন্য রোগী, না পারছিলেন ঠিকমতো খাওয়া-দাওয়া করতে, না ঠিকমতো নড়াচড়া করতে। এটির ওজন ছিল প্রায় ১৩২ পাউন্ড। মহিলার চিকিৎসক অ্যান্ডিক্যান ২৫ জন ডাক্তারের একটি দল গঠন করেছিলেন। এক থেকে দু’সপ্তাহ দেখার পর মহিলার পেটে অস্ত্রোপচার শুরু হয়। অস্ত্রোপচার সফল হওয়ার পর অ্যান্ডিক্যান জানান, ভদ্রমহিলার ওজন প্রায় ১৮৫ পাউন্ড কমে গিয়েছে, হাঁটাচলাও স্বাভাবিক হয়েছে।

ডাক্তার জানান, ‘‘যদিও এই অস্ত্রোপচার একটু ঝুঁকিপূর্ণ ছিল। তবে অস্ত্রোপচার না হলে ভদ্রমহিলা ভবিষ্যতে রোগগ্রস্ত হয়ে মারা যেতে পারতেন। সমস্তটাই আমরা তাঁর সঙ্গে খোলাখুলি আলোচনা করে নিয়েছিলাম।’’

তবে এরকম অতিকায় টিউমার অস্ত্রোপচারের ঘটনা নতুন নয়। একটি আন্তর্জাতিক জার্নাল ‘গাইনোকোলজিক অঙ্কোলজি’ থেকে জানা যায়, এর আগে ১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার ডাক্তাররা ৩০৩ পাউন্ডের একটি প্রকান্ড টিউমার সফলতার সঙ্গে অস্ত্রোপচার করে বের করেছিলেন। এবেলা