পেটভর্তি ইয়াবা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে মুক্তি ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার থেকে ঢাকায় আসা গ্রীনলাইন বাস থেকে মো. হাবিবুর রহমান (৬৭) নামে একজন ধূর্ত মাদক কারবারিকে ৭২০০ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১০ এর একটি বিশেষ আভিযানিক দল।

দলটির নেতৃত্ব দেওয়া র‌্যাব ১০ এর উপ-অভিনায়ক মেজর আশরাফুল হক জানান, আটক ব্যক্তি সবার নজর এড়িয়ে ইয়াবা বহনের জন্য জব্দকৃত ইয়াবার একটি বৃহৎ অংশ ছোট পলিথিনে মুড়িয়ে (পলিথিনে মোড়ানো প্যাকেট ৮০টি x ৫০ = ৪০০০ পিস) খেয়ে পেটের ভেতরে বহন করছিল।

তিনি আরো জানান, আটককৃত আসামি ও তার পরিবার দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তারা প্রতিনিয়ত কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। গত ২৯ জানুয়ারি ২০১৯ আটককৃত আসামির স্ত্রী, ছেলে এবং ছেলের বউ কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারের সময় ইয়াবাসহ র‌্যাব ১০ এর হাতে আটক হয়।

আসামির বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু করা হয়েছে।