পূজারা-কোহলিকে ফিরিয়ে দিন শুরু বাংলাদেশের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৫০ রানের জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারায় ভারত। ওপেনার রোহিত শর্মা ফিরে যান ৬ রান করে। পরে মায়াঙ্ক আগাওয়াল এবং চেতেশ্বর পূজারা মিলে ৯১ রানের জুটি গড়েন। তবে দ্বিতীয় দিনের শুরুতে ফিফটি করে আউট হন চেতেশ্বর পূজারা। এরপর শূন্য রানে ফেরেন বিরাট কোহলি

ভারত ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রানে ব্যাট করছে। মায়াঙ্ক আগারওয়াল ফিফটি করে ক্রিজে আছেন। তার সঙ্গী আজিঙ্কা রাহানে। চেতেশ্বর পূজারা করেন ৫৪ রান। আবু জায়েদের বলে ক্যাচ দেন তিনি।

এর আগে প্রথম দিনের সকালের পেস সহায়ক উইকেটে ইশান্ত শর্মা এবং উমেশ যাদবের নতুন বলের ছোবলে ৩১ রানে ৩ উইকেট হারায় টাইগাররা। পরে মুমিনুল ও মুশফিক ৬৮ রানের জুটি গড়ে দলকে ভরসা দিচ্ছিলেন। কিন্তু মুমিনুল ৩৭ এবং মুশফিক ৪৩ রানে বিদায় নিলে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানের অলআউট হয় বাংলাদেশ।

ভারতের তিন পেসার মিলে প্রথম ইনিংসে নেন সাত উইকেট। মোহাম্মদ শামি দখল করেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন উমেশ যাদব এবং ইশান্ত শর্মা। এছাড়া অশ্বিন নেন দুই উইকেট।