পুুঠিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক শিক্ষক সমাবেশ

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক শিক্ষক ও কর্মকর্তা কর্মচারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা সদর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি পুঠিয়া উপজেলা শাখার আয়োজনে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন পুঠিয়া দূর্গাপুরের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা।

বাংলাদেশ শিক্ষক সমিতি পুুঠিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ, পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, লস্করপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, জেলা শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রহমান সরকার, সাধারন সম্পাদক আবদুল বারী ও পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক প্রমুূখ।

বাংলাদেশ শিক্ষক সমিতি পুঠিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক খ, ম, নাসির উদ্দিন উইলিয়ামের সঞ্চালনে উপস্থিত ছিলেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি এ্যাডঃ সুশান্ত কুমার ঘোষ, জেলা আ’লীগের সদস্য জিএম হিরা বাচ্চু, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক আবদুস সামাদ, পুঠিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু সহ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগন।

শেষে ২০১৬ জেএসসি সালের বৃত্তিপ্রাপ্ত ও ২০১৭ সালের এসএসসিতে জিপিও-৫ প্রাপ্ত উপজেলার ৩’শ ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

স/অ