পুরোনো ছবি স্ক্যান করতে গুগলের নতুন অ্যাপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফটো অ্যালবাম হতে পুরোনো দিনের ছবি ডিজিটালভাবে সংরক্ষণ করতে চান অনেকেই। বিশেষ করে কাগজের ফটো অ্যালবামে থাকা ছবিগুলো একটা সময়ের পর নষ্ট হয়ে যায়। তাই স্মৃতি ধরে রাখতে ছবিগুলো স্ক্যান করে ডিজিটালভাবে রাখা যায়। এই কাজটি আরও সহজ করতে ‘ফটোস্ক্যান’ নামে নতুন অ্যাপ্লিকেশন এনেছে গুগল।

 

অ্যাপ্লিকেশনটি মোবাইলের ক্যামেরা ব্যবহার করে পুরোনো ছবিকে স্ক্যান করে। অ্যাপটি চালু করার পরে ছবিকে সামনে রাখতে হবে। এরপর সাধারণ ছবি তোলার মতই ছবি তুলেই স্ক্যান করা যাবে ছবিগুলোকে। চাইলে দেয়া যাবে উন্নত নানা ফিল্টার। যা পুরাতন ছবিগুলোকে করবে আরও জীবন্ত।

 

এই অ্যাপটি ব্যবহার করলে গুগল ফটোস ব্যবহারকারের প্রয়োজন নেই। তবে চাইলে ব্যবহারকারী স্ক্যান করা ছবি গুগল ড্রাইভে বা ফটোসয়ে সংরক্ষণ করতে পারবেন। চাইলে ছবি স্ক্যান করার পর ক্রপ করে প্রয়োজনমত অংশ নির্বাচন করে নেয়া যাবে।

 

১৯ দশমিক ৭৭ মেগাবাইট অ্যাপটি বিনামূল্যে এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপটি ইতিমধ্যে দশ হাজারে বেশি ডাউনলোড হয়েছে গুগল প্লে থেকে।