পুরনো ডিপ ফ্রিজ কিনে পেলেন ৮ লাখ টাকা!

দক্ষিণ কোরিয়ায় এক ব্যক্তি পুরনো ডিপ ফ্রিজ কিনে তাতে লাখ লাখ টাকা পেয়েছেন। তবে সেই অর্থ নিজের কাছে না রেখে পুলিশের কাছে হস্তান্তর করেছেন তিনি।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানিয়েছে, গত ৬ আগস্ট অনলাইনে একটি পুরনো ডিপ ফ্রিজ কেনেন দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ডের ওই বাসিন্দা।

ফ্রিজটি বাসায় দিয়ে গেলে তিনি ভেতরে পরিষ্কার শুরু করেন। এ সময় ফ্রিজের তলায় টেপ দিয়ে মোড়ানো অর্থের বান্ডিল দেখতে পান। গুনে দেখেন ১ কোটি ১০ লাখ উয়ন (দক্ষিণ কোরীয় মুদ্রা) রয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা।

অর্থ পাওয়ার বিষয়টি জানিয়ে থানায় খবর দেন তিনি। পরে পুলিশ সদস্যরা এলে তাদের কাছে সেই অর্থ তুলে দেন।

পুলিশ জানিয়েছে, ফ্রিজটি অনলাইনে যিনি বিক্রি করেছেন, তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।

দক্ষিণ কোরিয়ার লস্ট অ্যান্ড ফাউন্ড অ্যাক্ট অনুযায়ী, ফ্রিজে পাওয়া অর্থের প্রকৃত মালিক না পাওয়া গেলে যিনি ফ্রিজটি কিনেছেন, তিনি ওই অর্থ পাবেন। তবে এই অর্থের সঙ্গে কোনো অপরাধের ঘটনা জড়িত থাকলে তা সরকারি কোষাগারে জমা হবে।

 

সূত্রঃ যুগান্তর