পুঠিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে ত্রাণ সামগ্রী পেলো ৭০ জন ভ্যানচালক

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে ৭০ জন ভ্যান চালককে খাদ্য দ্রব্য ও মাস্ক বিতরন করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া এলাকার ফিডার রোডে চলাচলরত ভ্যানচালকদের মাঝে এগুলো বিতরন করা হয়।

পবা হাইওয়ে পুলিশ পুঠিয়ার শিবপুর ফাঁড়ির আয়োজনে চালকদের হাতে খাদ্য দ্রব্য তুলে দেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার এসপি শহীদ উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান ইবনে রহমান, হাইওয়ে পুলিশ শিবপুর ফাঁড়ির ইনচার্জ এস আই কাজল কুমার নন্দী প্রমুখ।

এস আই কাজল কুমার নন্দী জানান, করোনার কারনে সাধারন মানুষ এখন নিজ ঘরে অবস্থান করছে বিধায় সড়কে চলাচলরত ভ্যান চালকরা কর্মহীন হয়ে অসহায় জীবন যাপন করছে তাদের কথা চিন্তা করে হাইওয়ে পুলিশ তাদের মাঝে খাদ্য দ্রব্য বিতরনের উদ্দ্যোগ নেন। সোমবার দুপুরে পুলিশ সুপার (এসপি) শহীদ উল্লাহ বগুড়া থেকে পুঠিয়ায় এসে হতদরিদ্র, অসহায় এবং বৃদ্ধ ভ্যান চালকদের মাঝে ত্রাণ সামগ্রী যেমন চাল, ডাল, আলু, তেল, সাবান ও মাস্ক বিতরণ করেন।

স/অ