পুঠিয়ায় বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বেপরোয়া বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৭ আগষ্ট) বিকেল ৫ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক কাটাখালি হরিয়ান এলাকার রুস্তম আলীর ছেলে সেন্টু (৩০)। সে বানেশ্বর থেকে মোটরসাইকেল যোগে বেলপুকুর হয়ে কাটাখালি ফিরছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সেন্টু মোটরসাইকেল যোগে বানেশ্বর থেকে বেলপুকুর হয়ে কাটাখালিতে ফিরছিলেন। পথে বেলপুকুর থানা সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় যাত্রীবাহী বাসটি সনাক্তকরা যায়নি।
ওসি বলেন, এ ঘটনায় বেলপুকুর থানায় একটি দুর্ঘটনাজনিত মামলা হয়েছে। লাশটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স/শা