পুঠিয়ায় বাসের ধাক্কায় কিশোর নিহত

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জনি নামের এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার সময় উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের নওপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জনি (১৪) উপজেলার নওপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। সে ধোপাপাড়া বাজারের একটি ওয়ার্কসপে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনি রাস্তার বাম পাশ দিয়ে হাটতে হাটতে ধোপাপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় তাহেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সাব্বির পরিবহন জনিকে পেছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে জনি ছিটকে পরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

জনির পরিবার সুত্রে জানা যায়, জনি ধোপাপাড়া বাজারের একটি ওয়ার্কসপে কাজ করতো সকালে নাস্তা করে সে কাজে যাচ্ছিলো। রাস্তায় উঠতেই তার মৃত্যুর কথা শুনতে পায় তার পরিবার। জনির মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমেছে। সন্তানের মৃত্যুতে বাকরুদ্ধ জনির বাবা মা। কাঁদতে কাঁদতে অনবরত জ্ঞান হারাচ্ছে তার মা।

এ ব্যপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সায়েদুর রহমান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

স/শ