পুঠিয়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক কিশোরী

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ১৪ বছরের এক কিশোরী।

 

এলাকাবাসী ও থানা সূত্রে জানাযায়, পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের রহিদুল ইসলামের মাদ্রাসা পড়ুয়া কিশোরী মেয়ের পার্শ্ববর্তি চারঘাট উপজেলার সেলিম রানা (২১) নামের এক যুবকের সাথে গত শুক্রবার বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বর আসার আগেই গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে উপস্থীত হয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান বাল্য বিয়ে বন্ধের নির্দেশ দেন। পরে কনের বাবা রহিদুল ইসলাম ও প্রতিবেশী চাচা ইনছার আলীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

 

শুক্রবার রাতে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাড নুরুজ্জামানের ভ্রাম্যমান আদালতে হাজির করে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবা রহিদুল ইসলাম কে ৫’শ টাকা ও চাচা ইনছার আলীকে ১ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

স/অ