পুঠিয়ায় জাতীয় স্কুল ও মাদাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৪৫তম জাতীয় স্কুল ও মাদাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা/১৬ সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে পুঠিয়া পি,এন,উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কুল ও মাদাসা ক্রীড়া সমিতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পুঠিয়ার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও ৪৫তম জাতীয় স্কুল ও মাদাসা ক্রীড়া প্রতিযোগীতা পুঠিয়ার সভাপতি আনোয়ারুল ইসলাম জুম্মা।
স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ৪৫তম জাতীয় স্কুল ও মাদাসা ক্রীড়া প্রতিযোগীতার সম্পাদক জাহিদুল হক।
এ সময় বিশেষ অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।

 

এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।

 

প্রসঙ্গত, ১০ আগষ্ট থেকে বিভিন্ন ইভেন্টে এই খেলা শুরু হয়ে সমাপনী দিনে ফুটবলে উপজেলার পচামাড়িয়া উচ্চ বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে নন্দনপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা পরিচালনা করেন পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন।
স/শ