পুঠিয়ায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক অটোরিক্সা ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে এলাকাবাসী।

 

আটক ছিনতাইকারী হলো, নাটোর সদর পৌরসভার চৌগাছি গ্রামের কাজল আহম্মেদের ছেলে রয়েল (২২)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাতে রয়েল সহ অজ্ঞাতনামা আরো তিনজন উপজেলার বানেশ্বর থেকে রকিব নামের এক অটোচালক কে ভারা করে জিউপাড়া ইউনিয়নের মধুখালি ব্রিজের কাছে ফাকা জায়গায় নিয়ে গিয়ে মারপিট করে অটো ছিনতাই করার চেষ্টা করে। অটোচালক রকিব চিৎকার করে উঠলে রকিবের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে রয়েল সহ তার সহযোগীরা দৌড়ে পালাতে চেষ্টা করলে রয়েলকে ধাওয়া দিয়ে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়।

 

পরে ছিনতাইকারী রয়েলকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে রাত ১০টার দিকে রয়েলকে উদ্ধার করে থানায় দিয়ে আসে।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ছিনতাইকারী রয়েলকে রাতেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে একটি ছিনতাই মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ