পুঠিয়ায় আতশবাজি ফোটানো নিয়ে যুবককে চড়, পাল্টা হামলায় আহত ৫

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ঈদ উপলক্ষে চাঁদ রাতে আতশবাজি ফোঁটাতে নিষেধ করায় মারপিটের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন, তারাশ গ্রামের দেলোয়ার হোসেন (২৯) আসলাম আলী (৩৩) সাদেক আলী (৩০) ফজলু হক (৩৫) ও আলাল (৬৫)।

জানা যায়, রবিবার দিবাগত রাত ১ টার দিকে তারাশ গ্রামের মোড়ে একই গ্রামের রুবেল (১৫) নামের এক যুবক ঈদুল ফিতর উপলক্ষে আতশবাজি ফোঁটাচ্ছিলো। এতে গভীর রাতে বিকট শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হতে পারে ভেবে স্থানীরা যুবকটিকে আতশবাজি ফোটাতে নিষেধ করে। বার বার নিষেধ করা সত্যেও তা না শোনায় যুবকটিকে কয়েকজন ধরে একটি চর মারে তারা।

খবর পেয়ে রুবেলের বাবা মকলেসুর রহমান ও রিয়াজুল ইসলাম সহ ৮/১০ জন তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

এতে ৫ জন গুরুতর জখম হয়। পরে আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা বেরিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। রাতেই আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সায়েদুর রহমান ভূইয়া সিল্কসিটি নিউজকে জানান, শোনা মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যপারে এখনও কেও থানায় অভিযোগ দেয়নি অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
স/আর