পুঠিয়ায় চলন্ত ট্রাকে ঘুমন্ত চালক মহাসড়ক থেকে ট্রাক ঢুকলো বিল্ডিংয়ে

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় মালবোঝাই চলন্ত ট্রাক মহাসড়ক থেকে বিদ্যুৎ এর খুঁটি ভেঙ্গে সড়কের পাশে বিল্ডিংয়ে ঢুকে পড়ে।
আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারী) ভোররাতে উপজেলার বানেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে ধারনা করছে পুলিশ। বিল্ডিংয়ের সামনে থাকা দুটি বিদ্যুৎ এর খুঁটি ভেঙ্গে পড়েছে এতে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ ভোর থেকে বিচ্ছিন্ন রয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছে।
তবে ভোর থেকেই ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলোতে ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম। সকাল থেকেই পল্লী বিদ্যুতের কর্মকর্তারা কাজ করছেন বলে নিশ্চিত করেছেন পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নাসির উদ্দিন।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে রাজশাহী গামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক বানেশ্বর বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকের পাশের বিল্ডিংয়ে ঢুকে পড়ে। বিল্ডিংয়ের সমনে এবং মহাসড়ক পাশে থাকা দুটি বিদ্যুতের খুঁটি ছিলো,দ্রুত গতির ট্রাকটি দুটি খুটিই ভেঙ্গে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে।
সুত্র মতে, ঘটনার পর থেকে দুপুর পর্যন্ত বানেশ্বর এলাকার সকল বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে সকাল থেকেই বিদ্যুৎ অফিসের লোকজন খুঁটি দুটি পরিবর্তনের কাজ করছে বলেও জানান স্থানীয় বাসিন্দারা। পবা হাইওয়ে পুলিশ শিবপুর ফাঁড়ির ইনচার্জ এস আই জাহিদুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা গেলেও ট্রাকের চালক ও হেলপার তাৎক্ষণিক পালিয়ে গেছেন। সম্ভবত ট্রাকটির চালক ঘুমাচ্ছিলেন বিধায় মহাসড়ক ছেড়ে সিমেন্ট বোঝাই ট্রাকটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে।

এ ঘটনায় কেও হতাহত হয়নি ট্রাকটি আটক করে ফাঁড়িতে আনা হয়েছে। পুঠিয়া পল্লী বিদ্যুত অফিসের ডেপুটি জেনারাল ম্যানেজার (ডিজিএম) নাসির উদ্দিন জানান, শোনামাত্র বিদ্যুত অফিসের লোকজন ঘটনাস্থলে এসে কাজ করছে। খুঁটি দুটি একদম ভেঙ্গে পড়ায় তা পরিবর্তন করতে হচ্ছে সে ক্ষেত্রে সংযোগ চালু করতে একটু সময় লাগবে।

স/জি