পুঠিয়ায় কোয়ারেন্টাইন না মানায় ব্যাংক কর্মকর্তাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়ায় হোম কোয়ারেন্টিন না মানায় এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ সোমবার দুপুরে তাকে জরিমানা করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন।

ওই ব্যাংক কর্মকর্তার নাম শামসুল আলম (৩৫) তিনি আইএফআইসি ব্যাংকের বানেশ্বর শাখায় সেকেন্ড অফিসার পদে কর্মরত। তার বাড়ি পাবনায় তবে আইএফআইসি ব্যাংকের বানেশ্বর শাখায় কর্মরত থাকায় সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি গত ১৯ মার্চ ভারত থেকে দেশে ফিরে সমানে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুঠিয়ার সহকারী কমিশনার রুমানা আফরোজ ভ্রাম্যমান আদালত বসিয়ে তার ১৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি তার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান বলেন, করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসন তৎপর রয়েছেন।

 

স/স্ব