রবিবার , ১১ জুন ২০১৭ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় অসুখ থেকে মুক্তি পেতে ৭৫ বছরের বৃদ্ধার আত্মহত্যা 

Paris
জুন ১১, ২০১৭ ৫:৫৭ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় অসুখের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ৭৫ বছরের এক বৃদ্ধ মহিলা নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে।

ওই বৃদ্ধ মহিলা হলেন, উপজেলার ভালুকগাছী ইউনিয়নের তেলিপাড়া গ্রামর হাবিবুর রহমানের স্ত্রী জমেলা বেগম (৭৫)।

বৃদ্ধার ছেলে ফেরদৌস আলী জানান, রবিবার দুপুরে তার মা জমেলা বেগম ছাড়া বাসার সবাই বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে তার মা নিজ শয়ন কক্ষে তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ির সবাই এসে জমেলা বেগমের লাশ তার ঘরের ঝুলতে দেখেন।
তিনি আরো জানান, তার মা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার সাথে পরিবারের কারো কোন রকম ঝগড়া বিবাদ ছিলো না। অসুখের যন্ত্রণা অসহনীয় হওয়ায় এ ঘটনা ঘটাতে পারে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হচ্ছে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূইয়া সিল্কসিটি নিউজকে জনান, এব্যাপারে নিহত বৃদ্ধার ছেলে বাদী হয়ে (ইউডিও) মামলা করেছেন।

সর্বশেষ - রাজশাহীর খবর