পুঠিয়ায় অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৫ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎ শর্ট সার্কিটে ভস্মিভূত ৫ পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে পুঠিয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড গন্ডগোহালী গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তার ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আব্দুস সালাম, রুবেল হোসেন, উজ্জল আলী ও আসমা বেগমের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন দলিল লেখক সমিতির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সাহাবুল ইসলাম, পুঠিয়া দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল মতিন মুকুল, কোষাধক্ষ্য শরিফুল ইসলাম টিপুসহ উপজেলা দলিল লেখক সমিতির সদস্যরা।

উল্লেখ্য , গত ৩ ডিসেম্বর বেলা ১২টার দিকে পুঠিয়া ইউনিয়নের গন্ডগোহালী গ্রামে বিদ্যুৎ সর্ট সার্কিট হয়ে ওই গ্রামের ৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ৫ টি পরিবারের ব্যবহৃত সকল জিনিস পত্রও পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় পুঠিয়া উপজেলার প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের ২৫ হাজার টাকা ও শীত বস্ত্র প্রদান করা হয়।

স/শা