পুঠিয়ার বেলপুকুরে ৫১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে র‌্যাবের অভিযানে ৫১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানীর সদস্যরা রাজশাহী নগরীর বেলপুকুর থানার ক্ষুদ্রজামিরা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটকক মাদক ব্যবসায়ীর নাম আশিকুর রহমান আশিক (২৩)। তিনি ক্ষুদ্রজামিরা এলাকার জামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ২নং বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্রজামিরা গ্রামের আশিকুর রহমান আশিক তার নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রির জন্য  অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার বাড়ি ঘেরাও করে তল্লাশীকালে আশিক পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব তাকে আটক করে।

পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে তার বাড়ি থেকে ৫১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে নগরীর বেলপুকুর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দেয়া হয়েছে।