শনিবার , ২০ মার্চ ২০২১ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় দেবরের বিরুদ্ধে ভাবিকে ধর্ষণের অভিযোগে মামলা

Paris
মার্চ ২০, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: স্ত্রীকে বাড়িতে একা রেখে গ্রামের ইসলামী জালসা শুনতে যায় স্বামী। এসময় রাতের আধাঁরে প্রতিবেশী দেবর স্বামীর খোঁজ করতে এসে ভাবীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। পরে ভাবির আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাৎক্ষণিক পালিয়ে যায় দেবর।

ঘটনাটি ঘটেছে গত ১৪ মার্চ রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বারইপাড়া খাঁ পাড়া গ্রামে। ঘটনার দুইদিন পর গত ১৬ মার্চ দেবরকে আসামী করে থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী। সে দেবরের নাম রাকিবুল ইসলাম ওরুফে রাকিব (২৪)। তিনি বারইপাড়া গ্রামের সোলাইমান আলীর ছেলে। তবে মামলা দায়েরের ৪ দিন অতিবাহিত হলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলা সুত্রে জানা গেছে, ১৪ মার্চ রাতে দুই সন্তানের জননী ওই গৃহবধূকে বাড়িতে একা রেখে ইসলামী জালসা শুনতে যায় তার স্বামী। সেই সুযোগে রাত ১০ টার দিকে প্রতিবেশী দেবর রাকিব তার ভাইয়ের খোঁজ করতে বাড়িতে প্রবেশ করে। ভাইকে না পেয়ে ফাঁকা বাড়ি থাকার সুযোগে সে ভাবীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ওই গৃহবধূর আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রাকিব পালিয়ে যায়।

এ ব্যপারে ঘটনার দুইদিন পর রাকিবকে আসামী করে থানায় ধর্ষনচেষ্টার মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম জানান, ঘটনার দুইদিন পর ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে পুলিশ আসামী গ্রেফতারের চেষ্টা করছে বলেও জানান তিনি।

স/রি

সর্বশেষ - রাজশাহীর খবর