মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পিএসজির বিপক্ষে ম্যাচ ফাইনালের মত মনে করছেন রিয়াল কোচ

Paris
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ১০:১০ পূর্বাহ্ণ

পুরো বিশ্বের ফুটবল ভক্তদের চোঁখ মঙ্গলবার রাতে থাকবে প্যারিসের পার্ক দ্যা প্রিন্সেসে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সেখানেই লড়াইয়ে নামবে ১৩বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও স্বাগতিক পিএসজি। এখনও চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও পিএসজির দিকে বিশেষ নজর দেওয়ার অন্যতম কারণ লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারদের মত ফুটবলাররা থাকায়। তারকা ঠাসা দলের বিপক্ষে লড়াইয়ে নামতে হবে রিয়াল মাদ্রিদকে।

তাই এই ম্যাচকে ফাইনালের মতই বলছেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, এটাকে ফাইনাল বললে হয়তো কেউ অবাক হবেনা।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত ২টায় শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন রিয়াল মাদ্রিদ কোচ। ‘আমরা আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছি কিন্তু কঠিন এক প্রতিপক্ষের বিরুদ্ধে কঠিন খেলা হবে, যারা আমাদের মতোই শিরোপা জেতার উচ্চাকাঙ্ক্ষা রাখে। এটা ফাইনাল হলে কারও কাছে অবাক হওয়ার কিছু থাকবে না। আমরা প্রতিপক্ষকে ছিটকে দিতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জয়লাভ করা। ‘

পিএসজিকে হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে সেটা ভাল করেই জানা আছে কার্লো আনচেলত্তির। ‘একদম পরিপূর্ণ পারফরম্যান্স করতে হবে। আমি মনে করি, অসাধারণ কিছু দেখতে পাব না। পিএসজি বল দখল ও কাউন্টার আক্রমণে তাদের দক্ষতা দেখাবে এবং রিয়াল মাদ্রিদও সেক্ষেত্রে একই কাজ করবে। আমরা প্রায় একই ধরণের দল। যদি আমাদের জিততে হয় তবে রক্ষণ ও আক্রমণে সেরা পারফরম্যান্স করতে হবে। ‘

রিয়াল মাদ্রিদ কোচ কথা বলেছেন ইনজুরিতে থেকে ফেরা অধিনায়ক করিম বেঞ্জেমাকে নিয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে শেষ তিন ম্যাচেই খেলতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড। পুরো মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স করা বেঞ্জেমার এই ম্যাচ খেলা নিয়ে আছে সংশয়। তবে মাদ্রিদ কোচ মনে করেন এটা সম্পূর্ণই বেঞ্জেমার উপর নির্ভর করছে। সে যদি মনে করেন খেলার জন্য প্রস্তুত তবে তাকে এই ম্যাচে দেখা যেতে পারে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা