পিএসজির আরও তিন ফুটবলার করোনায় আক্রান্ত

ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ওপর জেঁকে বসেছে করোনা সংক্রমণ। নেইমারের মতো বড় তারকাও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার জানা গেল, আরও তিন ফুটবলার আক্রান্ত হয়েছেন নতুন করে। ফলে, লিগ মৌসুমে তাদের প্রথম ম্যাচ নিয়ে শংকা তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের আরও তিন সদস্যের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায় পিএসজি। এবারও আক্রান্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। সবাই সেলফ-আইসোলেশনে আছেন। এ নিয়ে দলটির মোট ছয় ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের মৌসুম শুরু পিছিয়ে যেতে পারে।

লিগ ওয়ানের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো দলে চার জনের বেশি খেলোয়াড়ের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এলে তাদের ম্যাচ স্থগিত করা হবে। এর আগে দলটিতে করোনা আক্রান্ত হয়েছেন নেইমার, আনহেল দি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেস। তাদের সঙ্গে স্পেনের ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন আন্দের এররেরা, মাউরো ইকার্দি এবং কেইলর নাভাস।

 

সূত্রঃ কালের কণ্ঠ