পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরী পর্যবেক্ষণ ইরানি গোয়েন্দাদের

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরীকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ইরান। পাশাপাশি ওয়াশিংটন ও আঞ্চলিক দেশগুলোকে সতর্কবার্তা দিয়েছে তেহরান।

সোমবার রাজধানী তেহরানে সাংবাদিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ বলেন, ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গোপন চলাচল পর্যেবক্ষণ করছে।

ওয়াশিংটনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে তাদের (যুক্তরাষ্ট্র) ফাঁদে পা না দেয়।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরাক থেকে পাওয়া নতুন গোয়েন্দা তথ্য বলছে– ইসরাইলি এজেন্ট-উসকানিদাতারা আমেরিকানদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করছে। আর সেই ভুয়া অজুহাতে ট্রাম্পকে দিয়ে ইরানে হামলার চেষ্টা করছে।

ট্রাম্পকে উদ্দেশ্য করে জারিফ বলেন, ফাঁদের ব্যাপারে সাবধান। যেকোনো রকমের হামলার পরিণতি বাজেভাবে উল্টো বিপদ ডেকে আনবে।

 

সুত্রঃ যুগান্তর