পাবনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে আরইউজে’র নিন্দা, শুক্রবার প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক:
পাবনায় নারী সংবাদকর্মী সুবর্ণা নদীকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন।
ইউনিয়নের নেতৃবৃন্দ এক প্রতিবাদলিপিতে বলেন, দেশে সংবাদকর্মী হত্যার বিচার না হওয়ায় দুর্বৃত্তরা বার বার এমন ঘটনায় উৎসাহিত হচ্ছে।

ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সহ-সভাপতি শরীফ সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সদস্য মিজানুর রহমান টুকু, সামাদ খান ও জনাব আলী।
এছাড়া প্রতিবাদ জানিয়েছেন বিএফইউজে’র সহ-সভাপতি মামুন-অর-রশিদ, সদস্য জাবীদ অপু ও আনু মোস্তফা।

এদিকে সংবাদকর্মী সুবর্ণা নদী হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর আলুপট্টিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। প্রতিবাদ সভায় সদস্য ছাড়াও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি কাজী শাহেদ।
স/শ