পাবনায় পৈলানপুর ও আমেনা হোসেন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নে আমেনা হোসেন শিশু একাডেমি’র ও  পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন ও দিনব্যাপী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়।

আমেনা হোসেন শিশু একাডেমি মাঠ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল। এসময় তিনি শিক্ষার্থীদের বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। শুধু পড়ালেখা করলেই চলবে না, তোমাদের একজন আদর্শ মানুষ ও দেশ প্রেমিক হতে হবে। এসময় তিনি লেখাপড়ার পাশাপাশি শিশু কিশোরদের ক্রীড়া অঙ্গণে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

আমেনা হোসেন শিশু একাডেমি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, মো. আব্দুস সাত্তার, এজহারুল হক কচি, শাহাদত হোসেন, ফাহাদ বিন সাত্তার স্বরণ, জাহিদ হোসেন রানা প্রমূখ।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন পপি। সাবির্ক পরিচালনা করেন আলতাব হোসেন খান ও ফাহাদ বিন সাত্তার স্বরণ। ধারা বর্ণনায় ছিলেন প্রভাষক আজমত হোসেন, এম.এ. জিন্নাহ, ফাহমিদা বিনতে সাত্তার সামিয়া।

এদিকে,পাবনা সদর উপজেলার পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বেলা ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মির্জা গোলাম মহম্মদ বেগ।

পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাসুদুর রহমান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (পিআইবি) মো. তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, পুলিশ পরিদর্শক (পিআইবি) ফারুক হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সাইফুদ্দিন ইয়াহিয়া স্বপন, আব্দুল মান্নান মানু, আব্দুর রহমান, রবিউল হোসেন, আব্দুল খালেক, মিজানুর রহমান মিজু, মুরাদ আলী, শাহাদত হোসেন ডাবলু, শাহিদ হাসনাইন বেবি, কবির মাহমুদ বিপ্লব, মাহমুদ হোসেন জনি। সার্বিক তত্ত্বাবধান করেন প্রধান শিক্ষক কামরুন্নাহার এবং উপস্থাপনা করেন জহুরা আক্তার নাসরিন।

স/অ