পাবনায় এক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় মোস্তাফিজুর রহমান সেলিম নামে এক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমকে রূপপুর বিবিসি বাজারসংলগ্ন নিজ বাড়ির সামনে গুলি করে  দুর্বৃত্তরা।

মোস্তাফিজুর রহমান সেলিমের পিঠে ও বুকে দুটি গুলি লাগে বলে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। তিনি প্রতিদিনের মতো বাইরের কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

নিজ বাড়ির সামনে আততায়ীরা কাছে থেকে দুটি গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় দ্রুত সেলিমকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে রাত পৌনে ১০টায় তাকে রাজশাহীতে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে তিনি মারা যান। পরে অ্যাম্বুলেন্স ফিরিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাকশী এলাকায় শোকের ছায়া নেমে আসে। দলের বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ মোস্তাফিজুর রহমান সেলিমের বাসভবনের সামনে ভিড় করে।

ক্লিন ইমেজের এই আওয়ামী লীগ নেতার গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে দলের বহু নেতাকর্মী তাকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। কে বা কারা তাকে গুলি করেছে, তা এখনো জানা যায়নি।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারূকী জানান, খবর পেয়ে আততায়ীদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ।