পাবনায় আর্থিক অনুদানের চেক প্রদান ও সহায়ক সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

পাবনা জেলার সাঁথিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ১০০জন গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার এসব শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো।

 

এদিকে, সাঁথিয়া উপজেলায় পাশবিক নির্যাতনের শিকার হওয়া ছাত্রী পাপড়ি বিশ্বাসকে শিক্ষা অনুদান হিসেবে ১লক্ষ টাকার চেক প্রদান করেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো ।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোখলেছুর রহমান,সাঁথিয়া পৌরসভা মেয়র মিরাজুল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব শফিকুল ইসলাম।

13906606_1826225117597276_1894294000025040201_n copy

অপরদিকে, বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে আর্থিক অনুদানের চেক প্রদান , উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দু:স্থ প্রশিক্ষিত নারীদের স্বাবলম্বী হয়ে পারিবারিক স্বচ্ছলতা আনতে সেলাই মেশিন বিতরণ ও উপজেলায় দু:স্থ নারীদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্রতা দূরীকরণের নিমিত্ত ছাগল বিতরণ করেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো।

স/অ