পাবনার ৬টি ইউনিয়নে এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

পাবনা জেলার ফরিদপুর উপজেলার ৬টি ইউনিয়নে এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করা হয়েছে। রোববার এর শুভ উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো।

 

পাবনা জেলার ফরিদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন ভূমি অফিসসমূহে ল্যাপটপ ও কম্পিউটার সামগ্রী বিতরণ এবং ফরিদপুর উপজেলার ৬টি ইউনিয়নের জনসাধারনের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে ইউপি চেয়ারম্যানগণকে ৬টি এ্যাম্বুলেন্সের চাবি ও ৬টি মোবাইল ফোন হস্তান্তর করেন ।

 

উদ্বোধনকালে পাবনা জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করে বলেন, ইউনিয়ন এ্যাম্বুলেন্স সার্ভিস এর মাধ্যমে স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে।

14068161_1827680004118454_1056679730649331841_n copy

এদিকে পাবনা জেলার ফরিদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো।

 

সভায় জঙ্গিবাদ সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয় এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ কার্যক্রম প্রতিহত করার জন্য সবাইকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহব্বাহ জানানো হয়।

স/অ