পানশিরে সংক্ষিপ বিচারে বন্দী হত্যার অভিযোগ, যা বলল তালেবান

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির উপত্যকায় তালেবান সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বন্দীদের হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অন্তত একজন বন্দীকে হত্যা করতে দেখা যায়।

আফগানিস্তানের আমাজ নিউজ জানিয়েছে, পানশিরের আনাবা এলাকার একটি সড়কে এ হত্যাকাণ্ড চালানো হয়। দৃশ্যত নিহত ব্যক্তি তালেবানের কাছে আত্মসমর্পণ করেছিলেন।

একই ভিডিওতে সাদা পোশাকধারী আরেকজন বন্দীকে তালেবানের কাছে নিজের প্রাণভিক্ষা চাইতে দেখা যায়। তিনি নিজেকে বেসামরিক ব্যক্তি দাবি করেন। বলেন, “আমার আইডি কার্ড সঙ্গে আছে। আমি বেসামরিক ব্যক্তি।” এই ব্যক্তিকেও হত্যা করা হয়েছে কি না বা তার ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। তালেবান এর আগে বলেছিল, বেসামরিক লোকেরা নির্ভয়ে থাকতে পারে এবং তারা সাধারণ মানুষকে পানশির ত্যাগ করতে নিষেধ করেছিল।

তবে তালেবানের অন্যতম মুখপাত্র আব্দুলহক উসুক পানশিরে তাদের হাতে বন্দি হত্যার খবর অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, পানশিরে কোনো যুদ্ধ বা সহিংসতা নেই, সবকিছু স্বাভাবিক আছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন