মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পানমশলার বিজ্ঞাপন নিয়ে ট্রল, মুখ খুললেন অজয়

Paris
নভেম্বর ১২, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:
পানমশলার বিজ্ঞাপনে কাজ করে বিতর্কের মুখে পড়েছিলেন বলিউড হিরো অজয় দেবগন। সমালোচনাও হয়েছিল অভিনেতাকে নিয়ে। তবে গুরুগম্ভীর সমালোচনার পাশাপাশি তাকে নিয়ে সামাজিক মাধ্যমে মশকরাও কম হয়নি। ‘অজয় দেবগন মিম’ বলে গুগলে খুঁজলেও অজয়কে নিয়ে পাওয়া যাবে একগুচ্ছ মিম। এর ফলে নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে পড়েছিলেন অভিনেতা।

বিষয়টি নিয়ে কি কোনও আপত্তি আছে কি অভিনেতার, সম্প্রতি এক সাক্ষাৎকারে সে প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।

অজয় জানান, যতই হাসি বা মশকরা হোক, অজয় নাকি মাথাই ঘামান না। অভিনেতা সাক্ষাৎকারে বলেছেন, ‘ঠিক আছে। কোনও অসুবিধা নেই। আমার কিছু যায় আসে না।’

দীর্ঘদিন ধরে এই পানমশলার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত অজয়। বেশ কয়েকবার শাহরুখ খান ও অক্ষয় কুমারও যোগ দিয়েছেন তার সঙ্গে। তবে একটা সময় পরে অক্ষয় এই পানমশলার ব্র্যান্ডের চুক্তি থেকে বেরিয়ে আসেন।

অক্ষয় একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কোনো ধরনের নেশার দ্রব্য ব্যবহার করেন না। তারপরেই এই পানমশলার হয়ে বিজ্ঞাপন করায় সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। নেটিজেনরা কটাক্ষ করে বলেছিলেন, ‘এই একই ব্র্যান্ড কিন্তু তামাকের হয়েও প্রচার করে!’ এই কটাক্ষ শুনেই চুক্তি ভেঙে বেরিয়ে এসেছিলেন অক্ষয় কুমার। তবে সে চুক্তির সঙ্গে থেকে গেছেন অজয়। এদিকে আবার এই ব্র্যান্ডের সঙ্গে যোগ দিতে দেখা গেছে অভিনেতা টাইগার শ্রফকেও।

অজয়ের কাজের খবর, রোহিত শেঠির পরিচালনায় সম্প্রতি দীপাবলিতে মুক্তি পেয়েছে অজয়ের ‘সিংহম এগেইন’। বক্স অফিসে এই ছবি ইতোমধ্যেই ২০০ কোটির বেশি ব্যবসা করেছে। রামায়ণের প্রেক্ষাপটে তৈরি এই পুলিশ-ব্রহ্মাণ্ড ছবি। ছবিতে অজয় ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, শ্বেতা তিওয়ারি।